সেদিন চাকরির ভাইভা বোর্ডের প্রশ্নকর্তা
আমাকে এই প্রশ্নটি করলেন,
প্রথম চড় এবং শেষ চড়
আপনি কার হাতে খেয়েছেন?
আমি সাতপাঁচ না ভেবে
ঐ মূহুর্তেই উত্তর দিলাম
প্রথম চড় কার হাতে খেয়েছি মনে নেই,
এবং শেষ চড় কার হাতে খাবো জানা নেই।
প্রশ্নকর্তা বিস্তারিত শুনে বললেন
বাহ্ চমৎকার! আপনি খুব মেধাবী মানুষ,
আপনার মতো লোকই আমাদের দরকার,
এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার।