মিথ্যা সকল পাপের পিতা
শিরক পাপের মাতা,
মানতে নারাজ যেসব পাপী
খুলুন নিজের খাতা।
গীবতকারীর আমলনামায়
তৈরি হয় এক ছিদ্র,
থাকে না দান যতই করুক
নামাজে হোক বিনিদ্র।
ঘুষ প্রতারক জিনাকারীর
আমল সবই পন্ড,
হয় যদিও সে মস্ত আলেম
তবুও সে খুব ভন্ড।
আপন পাপের সকল খবর
আমরা সবাই জানি,
রবের আদেশ বিধি নিষেধ
আমরা ক'জন মানি?
হর-হামেশাই পাপের পোনা
মনের ভেতর পুষি,
আমরা যারা অগাধ পাপী
পাপ করে রই খুশি।
সারাজীবন পাপ করেও যে
হয় নাই অনুতাপী,
তার সাথে নিজ পাপের বোঝা
আমরা সবাই মাপি!
ভালোর সাথে মাপ করে তো
নিজের পাপ মাপি না,
আমরা সবাই নিজকে ভাবি
আমি তেমন পাপী না।