দৌড়ে গিয়ে উঠলাম লোকাল বাসে
গিয়ে দেখি দাঁড়িয়ে লোকে আছে,
চেঁচিয়ে উঠে বললাম- কন্টাক্টটর
মারবো থাপ্পড় বলতেই থরথর!
সিট খালি নাই, সিট খালি নাই
লোকাল বাসে দেখছি জীবনভর।
আয়নামতি ময়নামতি প্রজাপতি
রুনা লায়লা সাবিনা বিলকিস,
যার কাছে যাই তার কাছে ভাই
সিট খালি নাই, সিট খালি নাই
কষ্ট লাগে বুকের ভিতর - ইস!
লোকাল বাসের মতোই বিষধর।