রাজকীয় রিক্সা ছুটে মহা গতিতে
এমন রিক্সা কেউ দেখেছো অতীতে?
দুই চাকায় চারটি স্প্রিং লাগানো
প্যাডেলে পা নেই, সামনে আগানো!
হুড যদি তোলা থাকে লাগে ফেন্টুস
রাজকীয় রিক্সার আছে ফুসফুস,
পাটাতনে পাতানো ইয়া বড় ব্যাটারি
বেল নয় ভেঁপুতে মেরে ওঠে ঝাড়ি!
পিছনে হুড আছে সামনেও ছাতা
রাজকীয় রিক্সা এ- নয় যাতামাতা,
আজকাল রাজকীয় রিক্সায় চড়ে
শত শত প্রাণ যায় অকালে ঝরে ।