শেকড় নিরবে ছুটে গভীর সুদূরে
বৃক্ষরা জানে না শেকড়ের বিস্তৃতি
কত গভীরে শেকড়ের অবস্থান,
বৃক্ষরা একা একা দাঁড়িয়ে থাকে
কারো সাথে কেউ কথা বলে না
শুধু বেড়ে ওঠে ছুঁতে আসমান।
শেকড় বেড়ে ছুটে আরও গভীরে
সমুদ্রের জলে সেরে নিতে স্নান,
বৃক্ষের সুদিনে পাখিরা শোনায় গান
শেকড় শুনে ঢেউ ভাঙ্গা কলতান।
দুর্দিনে বৃক্ষরা সজীবতা হারায়
শেকড় কী কখনো যৌবন হারায়?
বৃক্ষের কথা জানো, শেকড়ের না?
শেকড়ই তো বৃক্ষের বিছানো পা।