কানে বেজে ওঠে শত প্রমিসের ঢেউ
এরচেয়ে ঢের ভালো কুকুরের ঘেউ!
কিতাব ছুঁয়ে কথা দিয়েছিল সেও
তবুও কথা দিয়ে কথা রাখেনি কেউ।
সবকিছু দেওয়া যায় কথা দিলে আগে
দেওয়ার আগেই কথা ভাগে আগেভাগে!
কথা দিয়ে কথা রাখে না যে- মানহীন
তবুও কথা দিয়ে যায় রোজ নিশি-দিন।