ছোটবেলা থেকেই আমার টুকিটাকি জমানোর অভ্যাস ছিলো,
তাই মাটির ব্যাংকে জমা করতাম খুচরো পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সা,
এক টাকা এবং দুই টাকার কয়েন।
যখন পরিবারে খুব অভাব দেখা দিতো অথবা টাকার প্রয়োজন পড়তো-
তখন মাটির ব্যাংক ভেঙে পেতাম মোটামুটি অনেকগুলো টাকা,
সেগুলো দিয়েই আমাদের দু' এক মাসের প্রয়োজন মিটতো।
আজকাল খুচরো পয়সার খুব অভাব!
পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সার মতো এক টাকা, দুই টাকার কয়েনগুলোও যেন অচল হয়ে গেছে,
ভিখারির হাতে দিলেও নেয় না!
বরং বিরবির করে গালিগালাজ করে।
আমার কেন জানি মনে হয় -
খুচরো পয়সার মতো আমাদের প্রতিদিনের খুচরো ভালোবাসাও অচল হয়ে যাচ্ছে!
এমনকি ভালোবাসার মানুষগুলোও।
আমাকে কেউ একজন মাটির ব্যাংকের মতো একটি শূন্য হৃদয় দাও,
যেন পরম যত্নে প্রতিদিনের খুচরো ভালোবাসাগুলো জমা করতে পারি হৃদয় ব্যাংকে,
তারপর তোমাদের যখন ভালোবাসার খুব অভাব দেখা দিবে কিংবা প্রয়োজন পড়বে -
তখন হৃদয় ব্যাংকে জমানো খুচরো ভালোবাসা দিয়ে তৈরি করে দিবো ভালোবাসার একখানা বিশাল তাজমহল।