ভরা পেটে ফুল পিনিক
খালি পেটে খালি,
অভিনয় দেখবে আর
দিবে করতালি।
সবাই মিলে দিবে তালি
ভূত জ্বীন পরী,
তালি দিলে নিব না আজ
কোনো টাকা কড়ি।

লাল নীল পরী, নাটাই
ঘুড়ি করে চুরি,
ঘুড়িগুলো কানে ঝুলায়
চাঁদের মা বুড়ি।
চাঁদের মা রোজ দুপুরে
রোদে ভাজে মুড়ি,
মুড়ি খেয়ে ঘুড়ির গায়ে
দেয় সুরসুরি।


সোনা রূপা হিরা মানিক
ছেলেরা চান না,
মেয়েদের কথা ভাবুন -
চেয়ে সেকি কান্না!
ভরা পেটে ফুল পিনিক
বলেছি কী সাধে?
ধনীরা সব হেসে মরে
গরিবেরা কাঁদে।