কবির কলম ভেঙে গেছে
গল্পকারের থেমে!
সাংবাদিকের কলমটাও
যাচ্ছে হঠাৎ ঘেমে!
কলামিস্টের কলমখানার
নেই'কো কালি, খালি!
প্রাবন্ধিকের কলমটাও
করছে সদা দালালি।
কারো কলম লিখছে নাকো
ন্যায় নীতির বাক্য!
কারো কলম দিচ্ছে নাকো
গুম খুনের সাক্ষ্য!
যেই কলমটা লিখেছিলো
সত্য ন্যায়ের বাণী!
সেই কলমটা লিখছে এখন
দিব্যি হাজার ফানি।
যেই কলমের লেখা পড়ে
হয়েছে লোক শিক্ষিত!
সেই কলমটাই হয়েছে আজ
টাকার কাছে বিক্রিত।
কলম কলম দামী কলম
সবার পকেট ভরা,
কারো কলম জীবিত নেই
সবার কলম মরা।
আমার হাতের এই কলমটা
আজও আছে জিন্দা,
কারণটা কী, জানবে নাকি?
করছে লোকে নিন্দা।