আমরা রোজ রোজ বাজি ধরি
আমাদের বাজিতে থাকে উষ্ণ চুমু।
তুমি হেরে গেলেও জিতে যাও
আমি জিতে গেলেও হেরে যাই
মূলত আমরা কেউ জিতি না
আমরা কেউ হারি না,
আমরা উভয়ে সমান - সমান।
আমাদের প্রণয়ের দিন লিপিতে
এত অত বাজি ধরাধরি -
শুধু চুমু খাওয়ার নিপুণ উপলক্ষ।