মন পাখি উড়ে যায় প্রিয়সীর কাছে
ডানা নেই তবু ডানা ঝাপটিয়ে নাচে,
মন পাখি বোবা তবু কথা বলে তার
ছায়া কায়া নেই তবু মিশে একাকার।

মন পাখি রঙহীন তবু সে রঙিন
রঙের বাহার এনে দেয় প্রতিদিন,
বুকের খাঁচায় ভরে মন পাখি রাখি
প্রিয়সীর নাম ধরে করে ডাকাডাকি।

মন পাখি ডাকে তবু দেয় নাকো সাড়া
মন পাখি প্রিয়সীর খোঁজে দিশেহারা,
প্রিয়সী কোথায় আছে মন পাখি জানে?
জানলে সে উড়ে যেত প্রিয়সীর টানে।