উত্তর বঙ্গের রংপুর জেলায়
যুগের আলোর রঙ্গের ভেলায়
খোকন সোনার ফূর্তি,
জানতে চাইলাম কারণ কী?
বললো খোকন জোরসে হাঁকি
ত্রিশ বছর হলো পূর্তি!
ত্রিশটি বছর যুগের আলো
কাটলো আঁধার নিকষ কালো
দিলো এনে তথ্য ভান্ডার!
দেশ বিদেশের খবর জানায়
ছড়া কবিতার আসর বানায়
খবর দিবে শীত ঠান্ডার।
বিঃদ্রঃ [দৈনিক যুগের আলো পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে লেখা। ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে রংপুর থেকে ''দৈনিক যুগের আলো'' পত্রিকায় প্রকাশিত।]