বীরের বেশে বুক চিতিয়ে চাইতে অধিকার
বলল ওরা থামা থামা, মার শালাকে মার!
ভাঙল কেউ পিঠে লাঠি, ছুঁড়ল কেউ গুলি
ওরা কারা? ওরা কারা? রাজার কুকুরগুলি।
রাজার কুকুর প্রভু ভক্ত, করে না ঘেউ ঘেউ
করত আগে, হাড় দিয়েছে তাদের মুখে কেউ!
কে দিয়েছে? কে দিয়েছে? রাজা সে তো নিজে
রাজার কুকুর হাড় চিবোচ্ছে কী যে মজা কী যে!
আমরা তো ভাই কুকুর নয়, নই রাজার ভক্ত
ন্যায়ের কথা বলছি বলেই ঝরছে বুকের রক্ত,
ঝরছে রক্ত, ঝরতে থাকুক, ঝরাক ওরা ঝরাক
বুকের তাজা রক্ত দিয়েই করব স্বদেশ পাক।