উঠলো হেসে ঈদের চাঁদ
ভাঙলো সবার খুশির বাঁধ
কালকে হবে ঈদ,
সেই খুশিতে খোকা খুকির
হারিয়ে গেছে নিদ।
ঈদের দিনে নতুন সাজে
ব্যস্ত সবাই আপন কাজে
করবে ছোটা-ছুটি,
ঈদের খুশির বার্তা নিয়ে
চাঁদ হেসেছে উঠি।
সূর্য ডোবার পরের ক্ষণে
দেখছে সবাই খুশি মনে
ঈদের বাঁকা চাঁদ,
ঈদের চাঁদ দেখে সবার
ভাঙলো খুশির বাঁধ।