আমি তাঁরে নিয়ে লিখি রোজ নিশি দিন
যার কাছে রয়েছে কবিতার শত ঋণ,
আহা কি অপরূপ রূপের বাহার
বক্ষ যুগল তাঁর সুডৌল পাহাড়,
আঁখি জোড়া যেন ঠিক নীল দরিয়া,
তাঁর প্রেমে আমি বুঝি যাবো মরিয়া।
মাথা ভরা কেশ তাঁর ঠিক আমাজন
সবুজ শ্যামল তাঁর তরু তাজা মন,
বদনখানি তাঁর লাগে ওই কাশ্মীর
মন তাঁরে ছুঁতে চায়, রয় নাকো স্থির,
কপালে ঘামের ফোটা শিশিরের মতো
হাসি দেখে মুছে যায় হৃদয়ের ক্ষত।
নাক তাঁর সু-সরু চিরচেনা সিংহল
কানে তাঁর জোড়া দুল নাবিকের মাস্তুল,
গলে তাঁর পড়েছিলো মতিহার কবে?
সেই স্মৃতি ভুলে গেছি মনে নাহি হবে!
আজ তাঁর দুর্দিন! সাহারা ফিলিস্তিন
তাঁর শোকে বেজে ওঠে হৃদয়ে দুখের বীণ।