মুক্তিযুদ্ধের মহা নায়ক
সংগ্রামী এক নেতা,
যার ভাষণে সাহস পেয়ে
এই পতাকা জেতা।
তিনি ছিলেন আদর্শবান
মুক্তিকামীর বল,
যার আদর্শে বীরের বেশে
জাগে তরুণ দল।
তার আদর্শ জেগেই ছিলো
তিনি ছিলেন ঘুমে,
পনেরো আগস্ট পঁচাত্তরে
স্বপরিবার রুমে।
দেশের তরে জীবন দিলো
সৎ সাহসী নেতা!
কে জানে না এই ইতিহাস
কে জানে না, কে তা?