ফুল নেবে গো ফুল?
টকটকে লাল ফুল
পরিয়ে দিতে প্রিয়ার গলায়
গুঁজে দিতে চুলের খোঁপায়
হয় না ফুলের তুল।
ফুল নেবে গো ফুল?
সুবাস ভরা ফুল
ফুলকে ভালোবাসলে তবে
ফুলের মতো হৃদয় হবে
নরম তুলতুল।
ফুল নেবে গো ফুল?
কচি ডগার ফুল
প্রিয়জনের রাগ ভাঙাতে
ঘ্রাণ বিলিয়ে মন চাঙাতে
ফুল করে না ভুল।
ফুল নেবে গো ফুল?
নানা রঙের ফুল
ঘোমটা খুলে পাপড়ি মেলে
সবাইকে দেয় সুবাস ঢেলে
হয় কানের দুল।
ফুল নেবে গো ফুল?
শিশির ভেজা ফুল
শোধ হয় না ফুলের ঋণ!
ফুলের প্রেমিক হও চিরদিন
ফুল সৌন্দর্যের মূল;
ফুল নেবে গো ফুল?