চোখ,
সেতো সুন্দরের শ্রেষ্ঠ উপমা।
সে শুধু সুন্দরই না,
সুন্দরের বীজ ও বুনে মানুষের মনে।