ইহ জগতে পাইনি যারে—
পর জগতেও চাই না,
যে আমার না, তারে আমি—
রবের নিকট চাই না।

ইহ জগতে যে যাহারে
আপন করে পায়,
পর জগতে তারেই যেন
রবের নিকট চায়।