দেশপ্রেমের মতো আমি তোমার প্রেমে পড়ি
তোমার অবহেলার প্রতি হয়ে উঠি বিদ্রোহী,
স্বৈরাচার শাসকের মতো তোমার নিষেধাজ্ঞা জারি
আমি গর্জে উঠি, তুলি শুভ্র প্রেমের তরবারি,
তুমি হত্যাযজ্ঞায় মেতে ওঠো, হৃদয় করো রক্তাক্ত!
আমি প্রেমের কসম খেয়ে তোমার প্রেমে পড়ি
প্রেমের জয়গান গেয়ে উঠি হৃদয়ের রাজপথে,
পুষ্পের মিছিলে নামে সদ্য ফোটা সব পুষ্পকলি
তোমার অবহেলার বুলেটে পুষ্পরা ঝরে পড়ে
পবিত্র পুষ্পদের পিষ্ট করো, যখন প্রেমের ওয়াক্ত।
দেশপ্রেমের মতো তোমার প্রেমে পড়ি বলে
তোমার আদালতে আমি আসামি, রাজ বিদ্রোহী!
একবার হৃদয় গ্রন্থ পাঠ করো, বলো কে আসামি?
তোমার প্রেম ছাড়া আর কিছু চেয়েছি কী আমি?
প্রেমের সংবিধানে কেবল প্রেমই করেছি ব্যক্ত।