সেকেন্ডের কাঁটা ঘুরে টিক টিক টিক
ঘড়ির ভিতরেই ঘুরে সব দিক,
একবার ঘুরে করে এক মিনিট পার
তারপর বসে থাকে? ঘুরে আবার।
সেকেন্ডের কাঁটা ঘুরে মিনিটে ষাটবার
ভেবে দেখি বিষয়টি খুব ভাববার!
এক দুই তিন চার--- ষাট মিনিট পার
ঘন্টার কাঁটা দেখি বসে নেই আর।
টিক টিক, টিক টিক, টিক টিক টিক
টিক টিক করে দিন পার হয় ঠিক,
দিন যায়, রাত যায়, সাথে মাস বছর
ঘড়ির কাঁটার তবুও নেই অবসর।
বিঃদ্রঃ [পাক্ষিক ভোরের আলো ম্যাগাজিনের শরৎ সংখ্যা ২০২৩ খ্রিস্টাব্দে প্রকাশিত]