সত্যের চেয়ে নাহি কিছু ভার,
নাহি কিছু তারচেয়ে ক্ষুরধার!
সত্য পাপীর বিষ, ঈমানীর মণিহার।
সত্যের পোষাকে মিথ্যের বড়াই
সত্যের সাথে সদা মিথ্যের লড়াই
আমি সত্য, কভু মিথ্যেরে নাহি ডরাই।
ওহে মিথ্যুক, পাপীর রাজা!
সত্যরে মেরে আর কত দিবে সাজা?
আর কত কেড়ে খাবে ব্যালট ভাজা?
আমি মানি না তোমার ভাষণ;
ছেড়ে দাও কেড়ে নেওয়া আমার বসন,
আমার মৃত্যু নেই! ভেবে দেখো দুশমন।