নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে
চতুর্ভুজ মাঠ জুড়ে বসেছে মেলা,
বিক্রেতার বাড়িতে আনন্দের ঘ্রাণ
দলে দলে নেমেছে দর্শনার্থীর ঢল,
কারো মুখ হাস্যেজ্জ্বল, কারো মুখ মলিন!
এভাবেই চলছে যুগ যুগ ধরে।
কে ক্রেতা আর কে বিক্রেতা
মুখ দেখে চেনা দায়!
দর্শনার্থী মেলায় আসে-
খালি হাতে ফিরে যায় আবার,
দর্শনার্থীর কাছে শিল্পের কোনো মূল্য নেই।
শিল্পীর সারা বছরের পরিশ্রম
ভেসে গেলে ঢেউহীন জলে,
দর্শনার্থী ব্যঙ্গ স্বরে বলে উঠে-
হে শিল্পী, এসো আমাদের দলে।
মেলা শেষ;
সবাই যার যার কাজে ব্যস্ত,
এমনকি শিল্পীও।
তবে আগামীতে মেলায় আর শিল্প উঠবে না
উপস্থিত থাকবে শিল্পী নিজেই,
সাদা-কালো কিংবা রঙ্গিন কাগজে-
শিল্পীই হয়ে উঠবে নতুন শিল্প।