কুঁড়ির জন্য কুড়ি লাইন ছড়া
আট বছরে কুঁড়ির পাঠক গড়া
লিখছে যারা নিয়মিত
পড়ছে যারা অবিরত
তাদের জন্য ধন্য কুঁড়ির ধরা।

কুঁড়ির তরে ত্যাগ স্বীকারে ব্রত
কুঁড়ি থেকে ফুল ফোটাতে রত
দিচ্ছে যারা মেধা ও শ্রম
কাটতে ঘোর আঁধার ভ্রম
ক'জন পারে হতে তাদের মতো?

জ্ঞানের কুঁড়ি ছোট কী আর আছে
পড়তে তাকে পাঠক ছোটে পাছে
আট শেষে ফেলবে নয়-এ পা
এই যে কুঁড়ি- তোমায় বাহবা!
সবাই তোমায় অনেক ভালোবাসে।

আজকে থেকে কুঁড়ির বয়স নয়
করবে কুঁড়ি পাঠকের মন জয়
অনেক বেশি আরো
বাড়ছ কুঁড়ি? বাড়ো-
আমরা আছি ভয় পেয়ো না ভয়।

বিঃদ্রঃ [মাসিক কুঁড়ি পত্রিকা "নবম বর্ষে" পদার্পণ উপলক্ষে রচিত]