কেউ যদি না সেজেগুজে সামনে আসে
কেউ যদি না জিজ্ঞেস করে আমায়
এই দেখো তো- লাগছে কেমন?
আমি বলবো কেন? মনের মতন-
লাগছে ভারি, খুব সুন্দরী।
কিংবা খুটে খুঁত ধরে- বলবো কেন?
চোখের কাজল লেপ্টে গেছে,
লিপস্টিকটা গাঢ় হলে ভালো হতো,
কপালের টিপ একটু নিচে, উপর দিকে -
সাইজ ছোট, বড় মাঝারি।
কেউ যদি না অপেক্ষাতে
গাল ফুলিয়ে বসে না রয়,
আমি বলবো কেন? লক্ষী সোনা;
করবো কেন কান ধরে উঠবস
বলবো কেন? ভেরি সরি!
কেউ যদি না আমার সাথে করে আড়ি।
কেউ যদি না পাত্তা-ই দেয়, বলবো কেন?
আর কিছুক্ষণ সময় দাও,
এসো দুই-চার মনের কথা বলি
হাতটি ধরে সামনে একটু চলি-
কেউ যদি না আমায় দেখে দেয় হাসি,
আমি বলবো কেন? ভালোবাসি।