এক কথা থেকে শত কথা হয় তৈরি,
এক কথা শুনে কারো মন হয় বৈরী।
এক কথা শুনে লাখো মুখ হয় বন্ধ
এক কথা শুনে লাগে আহাজারি দ্বন্দ্ব।
এক কথা কারো মনে এনে দেয় সুখ
এক কথা কারো ভেঙে দেয় বুক।
এক কথা শুধু শুধু এক কথা নয় ,
এক কথা মানে এক জয়, এক ক্ষয়।