উঠলো হেসে ভোরের রবি
ফুটলো দেশে রঙিন ছবি
গাছে পাখির ছোটাছুটি
ফুলে অলির লুটোপুটি
নাচিয়ে মোরগ লাল ঝুঁটি
ঘুমকে ডেকে বললো ছুটি।
উঠলো জেগে ঘুমের পাড়া
সবার শুরু কাজের তাড়া
রোদ শিশিরে হাসে তরু
মাঠে চড়ে পালের গরু
স্নিগ্ধ সকাল সবার প্রাণে
সুখ আনন্দের বার্তা আনে।
কিচিরমিচির পাখির সুরে
আঁধার কেটে পালায় দূরে
স্নিগ্ধ ভোরের মুগ্ধ হাসি
আলো ছড়ায় রাশি রাশি
এমন সকাল পায়নি যে
তার মুখে আজ কালি দে।
বিঃদ্রঃ [রবিবার, ১লা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে]