একদিন তোমাকে দেখার কৌতুহলে
বুকের সমস্ত সাহস নিয়ে পা বাড়াই,
তোমার বাড়ির আঙিনা জুড়ে ফুলের সৌরভ
আমি সৌরভের উৎস খুঁজতে গিয়ে তোমার সন্ধান পাই,
তোমার চোখে চোখ পড়তেই
নজর আটকে যায় তোমার চোখের তারায়।
তোমাকে প্রথম দেখার কৌতুহলে
আমি অজস্র বছর পলকহীন তাকিয়ে থাকি
তোমার মায়াবী চোখের পাতায়,
এক এক করে গুনতে থাকি তোমার ভ্রু-দ্বয়ের কোষগুলো।
তোমাকে দেখার কৌতুহলে
প্রথমবারের মতো আমি বারবার তোমার প্রেমে পড়বো,
আর ইনিয়ে বিনিয়ে তোমাকে দেখবো
যেন এমন করে কেউ কখনো কারো প্রেমে পড়েনি
এমন করে কেউ কখনোই কাউকে দেখেনি।
আমি প্রতিদিন
তোমার নতুন দিন হতে চাই,
আমি বারবার প্রথমবারের মতো
তোমার প্রেমিক হতে চাই,
আমি এমনভাবে তোমাকে ছুঁতে চাই
যেন কোনো প্রেমিক এমনভাবে কোনো প্রেমিকাকে কোনদিন ছুঁয়েও দেখেনি।