জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ
হয় না মোটেও-
ঘটতে পারে বিরাট সর্বনাশ!
ব্যাঙাচি আর মাছের সমর্থনে-
জিতলে ভোটেও,
যায় না করা শত্রু পক্ষের সাথে
সমান তালে বাস।
দূরের শত্রু নাশ করা যায়, তবে-
ঘরের শত্রু নয়,
দুধ কলাতে কালসাপ পুষে রাখলে
সুযোগ বুঝে মারবে ঠিকই ছোবল
তাই তো প্রাণে ভয়!
তবুও শত্রুর সাথে খুব কৌশলে চলি
মন থেকে তা নয়।