মৃত্যু তুমি চিরন্তন সত্য!
এক ঈশ্বর ব্যতিত তুমি সবার জন্য অবধারিত,
তোমাকে পরিহার করার সাধ্য কারো নেই।
পশুকুল পাখিকুল মানবকুল দানবকুল ফেরেস্তাকুল সবকুলে তোমার রাজত্ব,
একদিন তোমাকে বরণ করতেই হবে
এটা চিরন্তন সত্য।
তোমার বরণে তেজী হয় নিস্তেজ
বলবান সেও হয় বলহীন,
তোমার অপেক্ষায় কে বসে থাকে?
বলো কে গুনে রাখে দিন?
যিনি রাজা? যিনি প্রজা?
যিনি ভুখা? ভিখারি?
যিনি বীর পালোয়ান বাঘ্র শিকারী?
কে যায় তোমার কাছে?
কে সমীহ করে তোমায়?
কেউ না, কেউ না, কেউ না;
তুমি নিজেই উপস্থিত হও দুয়ারে।
আমরা মানি না তবুও মেনে নিই
মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিই।