রৌদ্রস্নানে আপন মনে মাখছি রোদের সাবান
আপনারা কেউ চাইলে তবে মাঠের পানে আগান,
প্রজাপতি ডানা মেলে নিচ্ছে তাজা রোদের ওম
গর্ত থেকে বেরিয়ে ইঁদুর শুকিয়ে নিচ্ছে গায়ের লোম।
সূর্য মামার মধুর তাপে হারিয়ে গেছে শিশির
ঘাসফড়িংয়ের ছানারা তাই করছে ফিসিরফিসির,
সবুজ ঘাসে ঘাসফড়িং আর প্রজাপতির মেলা
রৌদ্রস্নান সেরে তারা খেলছে নানান খেলা।
রৌদ্রস্নানে সর্ষে ফুলে ফুটে ওঠে হলদে আবির
ফুলের সাথে দৃশ্য সেকি মৌমাছিদের মাখামাখির,
রাতের বেলা শিশির আর দিনে রৌদ্রস্নান সেরে,
লাউয়ের ডগা তরতরিয়ে মাচার উপর উঠে বেড়ে।
মরা গাছে বসে থাকে গাঙ শালিকের ঝাঁক
রৌদ্রস্নানের দৃশ্য দেখে হবে তুমিও নির্বাক!
শীতের দিনে রৌদ্রস্নানে সবাই থাকে আপন মনে
চাও যদি তো যেতে পারো রৌদ্রস্নানে আমার সনে।