যাবো না আজ ঘরে ফিরে
যতই ডাকুক মা'য়,
বনবাদাড়ে ফল পেকেছে
বইছে শীতল বায়।
পাখিরা সব ডাকছে বনে
আয় রে খোকা আয়,
পিছন থেকে ডাকছে এবং
করছে নিষেধ মা'য়।
কাঁঠালচাঁপা, আমের গন্ধ
আমায় পাগল করে,
মায়ের কথায় কান দিবো না
ফিরবো না আজ ঘরে।
ফলের গন্ধে মাতাল হয়ে
উঠবো গাছের ডালে,
খুব রসালো ফলটি পেড়ে
পুরবো আপন গালে।
খেজুর এবং তালের কাঁদি
যেথায় আছে ঝুলে,
মন বলে আজ সেথায় যাবো
পথ ঠিকানা ভুলে।
জাম খেয়ে আজ রঙিন হবো
দাঁত রাঙাবো নীলে,
রাগ করে মা যতই বকুক -
দুখ নিবো না দিলে।