রাষ্ট্রযন্ত্র বিকল হয়েছে দূর্নীতি ব্যাধিতে
লুটেরা এসে ফুল দিবে হেসে রাষ্ট্রের সমাধিতে
ওই ফুল নিস না, দিস না ঝাঁপ আগুনে
কোকিলেরা ফিরে এলে এই নব ফাগুনে!
ফাগুন তো শুরু হলো বসন্ত এলো সবে
ডালে ডালে নবকুঁড়ি ফুলে গাছ ভরে রবে।

কুঠুরি হাতে ফিরে আসবে ওরা
বলবে এ গাছ রুগ্ন মরা!
'ভয়ে কেঁপে জড় হবি কী তোরা
নাকি গড়বি নতুন ধরা?'

আমি জানি তোরাই গড়বি এবার
নিজেকে লাগাবি কাজে রাষ্ট্র সেবার,
বহু দিন পর জেগে উঠেছে সুবোধ
রাষ্ট্রের ব্যাধি সব করে দিতে রোধ।