এক বনে এক শেয়াল ছিলো
ভীষণ রকম চালাক ছিলো,
রোজই যেত গ্রামে
আঁধার যখন নামে,
বসাতো তার হিংস্র হানা
মুরগিওয়ালাও ছিলো কানা!
রাখার সময় রাখতো নাকো গুনে,
উঠলাম কেঁপে এই ঘটনা শুনে -
পাজি শেয়াল রোজ খেতো
সামনে যতো মুরগি পেতো,
এমন করেই করলো খেয়ে সাবাড়
মুরগিগুলো করে নিজের খাবার।
খিদের জ্বালা উঠলো যখন আবার
দিলো দৌড়! যেথা ছিলো যাবার,
শেয়াল গেলো ওই খোয়ারে -
দেখলো আজ সব ফাঁকা রে!
তারপরে তার কী হলো?
বলছি শোনো কান খোলো,
কামড় দিলো ওই মালিকের পায়ে
উঠলো কাঁপন তার জীবন নায়ে
মরলো কেঁদে হারিয়ে সকল পুঁজি!
তুমি আমিও সব হারিয়ে খুঁজি।