ধীরে ধীরে আমি যত বড় হচ্ছি-
দিন দিন ততোই বোকা হয়ে যাচ্ছি!
এই ধরুন,
হুটহাট কারো মায়ায় পড়ে যাচ্ছি
সময়ে অসময়ে রোজ ধোঁকা খাচ্ছি
চেনা মানুষের প্রেমে পড়ে যাচ্ছি
অচেনা মানুষকে আপন করে নিচ্ছি
ছলনা ললনাদের চিনতে ভুলে যাচ্ছি
কী আজিব! আমি বোকা হয়ে যাচ্ছি।