আমাদের সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছিল
তোমার ঠিকঠাক মনে আছে তো অন্তরা?
কি যেন প্রয়োজনে নক করেছিলে
সেদিন থেকেই শুরু কথোপকথন!
প্রতিদিন ভাঙা ভাঙা গুটিকয়েক মেসেজ
টুকটাক উভয়কে জানার চেষ্টা,
নাম থেকে শুরু করে গ্রাম -
আরও কতশত প্রশ্ন ও উত্তর প্রদান।
একদিন হুট করে কল দিয়ে বসলে
রিংটোন বাজতেই কেটে দিলে কল
সেদিন আসলে কী ঘটেছিল?
ভুলে চাপ লেগেছিল নাকি যেচে দিয়েছিলে?
এসব অবান্তর প্রশ্ন করিনি তখনও
তুমি নিজেই বলেছিলে 'স্যরি!'
তারপর এরকম শত শত ভুলে
আমাদের কথা হতো দীর্ঘ সময় ধরে,
তখন তুমি পড়াতে কোন এক স্কুলে
মনে পড়ে অন্তরা, মনে পড়ে?
কথা ছিল আমরা বন্ধু হবো
কখনও জড়াবো না সম্পর্কে,
সে কথা ভুলে ঠিক'ই ভালোবেসেছিলে
দুজনে সমান দোষী, অপরাধী কে?
তারপর প্রণয়ের দিন শুরু
ভালোবাসা বাসি, হাসাহাসি, স্বপ্ন দেখা
কথা ছিল কেউ ছেড়ে যাব না
মরলেও মরবো না একা!
মনে পড়ে অন্তরা মনে পড়ে?
সেসব স্মৃতি আজও মনে পড়ে?
কখনও কি ভুল করে মনে পড়ে আমায়?
নাকি কখনোই দাওনি তোমার হৃদয়ে ঠাঁই?
অপরিচিতা ছিলে, কেন পরিচিত হলে?
এসব প্রশ্ন আজও আমায় কাঁদায়,
তুমি ছাড়া কে দিবে এর জবাব?
অপর প্রান্তে যে জমিয়েছে ভাব?
দোয়া করি সে যেন তোমায় হাসায়।