ভালো থেকো তরু-লতা, ভালো থেকো পাখি
ভালো থেকো কেশ কালো কিশোরীর আঁখি,
ভালো থেকো গাছ-পালা, ভালো থেকো পাতা
ভালো থেকো সকলের পিতা আর মাতা।
ভালো থেকো পশুকূল, ভালো থেকো বন
ভালো থেকো ভাই বোন, আত্মীয় স্বজন,
ভালো থেকো প্রজাপতি, ভালো থেকো পোকা
ভালো থেকো জননীর খুকি আর খোকা।
ভালো থেকো রামধনু, ভালো থেকো মেঘ
ভালো থেকো সুবাসিত বাতাসের বেগ,
ভালো থেকো মাঝি ভাই, ভালো থেকো জল
ভালো থেকো চাঁদ তারা জোনাকির দল।
ভালো থেকো সহপাঠী, ভালো থেকো পড়া
ভালো থেকো বই খাতা কবিতা ও ছড়া,
ভালো থেকো ছেলেবেলা, ভালো থেকো স্মৃতি
ভালো থেকো বালকের সততার নীতি।
ভালো থেকো ছোট-বড়, ভালো থেকো জুড়ি
ভালো থেকো ধূলা-বালি কাদা মাটি নুড়ি,
ভালো থেকো ঝিঁ ঝিঁ পোকা, ভালো থেকো কুপি
ভালো থেকো আব্বার জায়নামাজ টুপি।
ভালো থেকো চুড়ি দুল, ভালো থেকো তোড়া
ভালো থেকো হোসাইনের তাগড়া ঘোড়া!
ভালো থেকো আখলাক, ভালো থেকো দ্বীন
ভালো থেকো পৃথিবীর সকল মুমিন।
ভালো থেকো চাষি ভাই, ভালো থেকো গান
ভালো থেকো পাখিদের খোলা আসমান,
ভালো থেকো পথ ঘাট, ভালো থেকো গাঁও
ভালো থেকো অভিমানী যেখানেই যাও।