চামচারা সব জোট বেঁধে ঘুরে নেতার পাছে
তাদের টপকে যায় কী যাওয়া নেতার ধারে কাছে?
নেতার পাছে চামচা ঘুরে, চামচার পিছে চেলা
চেলার পিছে ঘুরেই কাটে আমজনতার বেলা।
আমজনতা সাদাসিধে? তারাও মারে তেল!
তেলাতেলির বদল নাকি মিলে নেতার বেল,
চামচা চেলা আমজনতা সবার তেলাতেলি রে-
নেতার জুতা মুছবে কে তা নিয়ে ঠেলাঠেলি রে!
চামচা বলে- আমি সদা থাকি নেতার কাছে
নেতার চরণ ধূলি নেওয়ার অধিকারও আছে,
চেলা বলে- আপনার পরে আমার সিরিয়াল
আমজনতার সিরিয়াল নাই, পাড়ে মন্দগাল।