পাখিদের গান শুনে জুড়াও পরান?
পাখিরা কাঁদছে, ওরা গাইছে না গান।
কেবা বুঝে পাখিদের মান অভিমান?
আতশবাজিতে তার ঝরে কচি প্রাণ
মানুষের উল্লাসে পাখি মরে হয় সাফ
বিবেকের আদালতে এ কী ইনসাফ!
পৃথিবীটা সকলের, কারো নয় একার
কেউ যদি দাবী করে পায় না সে ছাড়!
সবে মিলে প্রকৃতির আনে ভারসাম্য
পৃথিবী হোক সকলের এ মোর কাম্য।