আমার মায়ের সোনার ছেলে
আমার প্রাণের ভাই,
হারিয়ে গেছেন বায়ান্নতে
একাত্তরেও তাই।
এই যে দেয়াল দাঁড়িয়ে আছে
শুধাও তাকে শুধাও,
আমার মায়ের সোনার ছেলে
কোথায় হলো উধাও?
রাজপথে ওই প্লাকার্ড হাতে
ভাষার দাবি স্লোগানে,
হারিয়ে গেছেন আমার ভাই
একথাটি কে না জানে?
লাল সবুজের কেতন কিনে
আনতে সোনার ছেলে,
বুক পেতে প্রাণ দিয়েছিলেন
মুক্তিযুদ্ধে রক্ত ঢেলে।
আমার মায়ের মুখের ভাষা
এবং শাড়ির আঁচল,
কিনতে গিয়ে হারিয়ে গেছেন
সোনার ছেলের দল।
বিঃদ্রঃ [কবিতাটি ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে 'আলোকিত প্রতিদিন' পত্রিকায় প্রকাশিত।]