কোথাও একটা হৃদয় ফুটছে
সুবাস ঢালছে ফুলের মতো,
কোথাও একটা হৃদয় টুটছে
আঘাতে হচ্ছে ক্ষত বিক্ষত।

কোথাও একটা হৃদয় ভাঙছে
কাঁচের মতো হচ্ছে চুরমার,
কোথাও একটা হৃদয় পুড়ছে
প্রেম অনলে হচ্ছে ছারখার।