বসন্ত আসুক ফুলেরা হাসুক
কেউ একজন ভালো তো বাসুক,
পহেলা ফাগুন মনেতে আগুন
আগুন নেভাতে কেউ আসুক,
যৌবনা বুক পাশাপাশি বসুক
নয়ন জুড়াতে কেউ হাসুক।
চোখে চোখ রাখুক স্বপ্ন আঁকুক
ভালোবেসে কেউ পাশে হাঁটুক,
সুখে দুঃখে কেউ আপন ভাবুক
কথা দিয়ে কেউ কথা রাখুক,
বাসন্তী ফুলের সুবাস মাখুক
কেউ একজন ভালো তো বাসুক।