আমাদের খোকা খুকি ক্ষুদে রোজাদার
এমন লক্ষী বলো ঘরে আছে কার?
সেহেরিতে খায় আর দিনে কিছু খায় না
ক্ষুধা লাগে তবুও যে ধরে না বায়না।
নামাজ আদায় করে ও পড়ে কোরআন
এমন লক্ষী আছে কার কয়খান?
রোজ পড়ে তারাবীহ, রাখে সব রোজা
এমন বান্দা হওয়া নয় মোটে সোজা।
তৃষ্ণা ক্ষুধার কাছে মেনেছে কী হার?
মানেনিকো, মানেনিকো, খাঁটি রোজাদার,
রোজা শেষে ঈদগাহে যাবে সুখে হেসে
ক্ষুদে রোজাদার যেন থাকে সব দেশে।