কেমন হবে?
দূর্গা মাকে সাক্ষী রেখে বসলে বিয়ের পিঁড়িতে
আমরা দুজন রাখলে পা নতুন জীবন সিঁড়িতে।
দূর্গা মায়ের আশীর্বাদে
সিঁদুর কৌটা তুলে হাতে
যদি ঘোমটা তুলে রাঙিয়ে দেই সিঁথি
বলো কেমন হবে, কেমন হবে তিথি?
লজ্জাতে লাল টুকটুক মুখ
খুঁজে পাবো জীবনের সুখ
মনের কথা বলা সহজ নয়!
তবুও বলবে সে, বলবে নিশ্চয়।
ভালোই হবে, ভালোই হবে, সাক্ষী রবেন মা,
এই কথাটি শোনার আগেই ঘুম পালালো- যা!