ঘুঘু ডাকা ভাত ঘুম চৈত্রের কাক
উড়ে এলো বসন্তে কোকিলের ঝাঁক
টুনটুনি টুনটুন গান গায় গুনগুন
বাঘ দেখে রাখালের গলা ফাটা হাঁক।
রুম ঝুম ঝুমঝুম বৃষ্টির ফোঁটা
কেঁপে ওঠে ফড়িংয়ের বসতি গোটা
হাঁক শুনে ডাক শুনে খোকা গেল কই
সারা বাড়ি তছনছ শুরু হইচই।
কাক তেড়ে বাঘ মেরে এলো সে হেসে
প্রজাপতির রঙ মেখে বীরের বেশে
এতটুকু খোকনের কতটুকু অর্জন?
তার এক নমুনা সাত'ই মার্চের গর্জন।