অন্ধের হাতে থাকা লাঠিটার মতো
তৃতীয় চোখ হয়ে দেখায় পথ,
পথচলার পাথেয় হয়ে থাকে সাথেই
কিবা সুখ দুঃখ বিপদ আপদ,
অন্ধ যদি দেখে পৃথিবীর সাজ
লাঠি ফেলা হয় তার প্রথম কাজ!
মানুষ এমনই প্রাণী, কিবা নারী নর
প্রয়োজন ফুরিয়ে গেলে করে দেয় পর।