সাত বছর!
কতই না ভালোবাসতাম মেয়েটিকে,
বেণী করে বেঁধে দিতাম চুল
মাঝরাতে এনে দিতাম ফুল
এতটুকু কমতিও ছিল না সোহাগের
আদর করে খাইয়ে দিয়েছিলাম কত;
থাক সে কথা থাক,
তোমাকে দিইনি অত!

খুব সুন্দর সংসারী তুমি
একদম সাদাসিধে ঘরোয়া রমনী,
সারাদিন খেটে মরো!
রোদে পুড়ে হয়ে গেছ খাক,
দিনশেষে একটু স্নোর আর্জিও নেই
নেই কোনো অভিযোগ কন্ঠে
অথচ সে-
রুদ্র কন্ঠে বলত এটা দে, ওটা দে!

তোমাকে দিইনি কিছু
একটু ভালোবাসা আদরও,
আমার ইচ্ছে করে বলে কী তোমারও?
এসো প্রিয়তমা বুকে এসো,
হৃদয় দুয়ার খুলেছি তোমার জন্য
বুকে এসো, ধন্য করো আমায় ধন্য।