যারা -
সত্যকে এনেছে
সত্যকে জেনেছে
সত্যকে মেনেছে
সত্যকে দেখেছে
সত্যকে এঁকেছে
সত্যকে রেখেছে
সত্যকে করেছে বিশ্বাস।
তারা-
মিথ্যাকে তেড়েছে
মিথ্যাকে মেরেছে
মিথ্যাকে করেছে নাশ।
তারা বিদ্রোহী
তারা বিপ্লবী
তারা নির্ভীক;
তারা সৈনিক
তারাই আল্লাহর দাস।