করছে যারা পকেট চুরি
করছে পাচার নোট,
মিথ্যে কথার ফুলঝুড়িতে
কাড়ছে সবার ভোট,
তাদের হাতে সব ক্ষমতা
সবটা আছে-- মোট!
নিত্য তাদের সালাম ঠুকি -
আর করি কদমবুসি,
তাদের সুখে আমরা সুখী
হাসলে তারা, হই খুশি।
ডাকি তাদের স্যার হুজুর
এবং জানাই স্যালুট,
কারণটা কী? জানতে পারি?
তারাই সবাই লুট!
সবার সম্পদ জিম্মি করছে
সবার প্রাণও তাই,
তাই তাদের সালাম ঠুকি
এবং স্যালুট জানাই।