সারাদিন ছোটাছুটি করে দুখা-দুখি
সাঁঝ হলে দুজনেই হয় মুখোমুখি
দুখা বলে কতটুকু দুখ কুড়ালি?
কতটুকু সুখ পেয়ে বুক জুড়ালি?
দুখি বলে সুখ নয়, দুখ ভরা থলি
আয় তোকে দুখের কথাটা বলি,
কিছু লোক গালি দিছে, কিছু লোক মার
কিছু লোক ধাক্কা দিছে ধরে ঘাড়!
তুই বুঝি সারাদিন ছিলি মহাসুখে?
দুখা বলে একথা আর নিস না মুখে!
আমি দুখা সারাদিন দুঃখ টুকাই
হাসির আড়ালে সব দুঃখ লুকাই।
দুখা বলে দুখি, কবে ছিলি সুখী?
দুখি বলে যতদিন ছিলাম খুকি,
তোর কথা এইবার বল তো দুখা
দুখা বলে অতীতেও ছিলাম দুখা।